What's new
What's new

প্রেস রিলিজ



জরুরী বার্তাসমূহ




সংবাদ কর্ণার

সাম্প্রতিক বিষয়াদি
বিদেশী গৃহ কর্মী (এফডিএইচ)/ নিয়োগদাতাদের জন্য জ্ঞাতব্য বিষয়াদি
ইন্দোনেশীয় সরকার কর্তৃক "অভিবাসী শ্রমিক প্লেসমেন্ট ফি থেকে অব্যাহতি" সম্পর্কিত প্রবিধান
  • ইন্দোনেশিয়ার সরকার কর্তৃক প্রবর্তিত "অভিবাসী কর্মী প্লেসমেন্ট ফি থেকে অব্যাহতি" সংক্রান্ত প্রবিধানটি 2 আগস্ট 2021 -এ কার্যকর করা হয়েছিল।
  • বাস্তবায়নের তারিখ থেকে শুরু করে, ইন্দোনেশিয়ান নাগরিকরা যারা বিদেশে দশটি নির্দিষ্ট ধরণের চাকরির জন্য আবেদন করছেন (গৃহপালিত সহকারীর পদ সহ) তারা প্রবিধানের অধীন হবে। ইন্দোনেশিয়া সরকার ইন্দোনেশিয়ার কর্মসংস্থান সংস্থাগুলির জন্য একটি খরচ কাঠামো জারি করেছে৷
  • বিস্তারিত এবং এর খরচ কাঠামোর জন্য এখানে ক্লিক করুন.
এফডিএইচ’কে ধারে টাকা প্রদানকারী কর্তৃক আইন:ত সীমার বাহিরে সুদ দাবি করা এবং জামানত হিসেবে এফডিএইচকে তার পাসপোর্ট ও নিয়োগচুক্তি জমা করতে বলা।
  • এফডিএইচ’গণ ঋণ গ্রহন করবেন না এবং অধিক পরিমানে ধার করবেন না। নিয়োগ এজেন্সিগুলোর কাছ থেকে তারা টাকা ধার করে পরিশোধ করবেন না।
  • এফডিএইচগণ তাদের ব্যক্তিগত পরিচয়ের নথিপত্র এবং এসইসি তাদের সাথে রাখবেন। তারা এমন কোন নথিপত্র কিংবা চুক্তিতে সই করবেন না যা তারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন না।
  • নিয়োগকারী এবং নিয়োগ এজেন্সিগুলো এফডিএইচ’দের অর্থ সংক্রান্ত কোন বিষয়াদিতে সংশ্লিষ্ট থাকবেন না।
  • অর্থ ধার প্রদানকারী অধ্যাদেশের আওতায়, হংকংয়ে অর্থ ধার প্রদানকারী হিসেবে ব্যবসা পরিচালনা করছেন এমন কেউ অবশ্যই একটি মানি লেন্ডার লাইসেন্স গ্রহন করবেন। যদি কোন ব্যক্তি এমন কোন হারে সুদে টাকা ধার প্রদান করেন কিংবা প্রদানের প্রস্তাব করেন যা বার্ষিক 48% এর বেশী হয় তবে সেক্ষেত্রে তিনি অপরাধ করে থাকবেন এবং বিচারের আওতায় চলে আসবেন।
  • টাকা ধার প্রদানকারীর বিরুদ্ধে যে কোন অভিযোগ থাকলে, অনুগ্রহ করে পুলিশকে জানান।